ত্বকের ক্যান্সার প্রতিকার ও স্ক্যাল্প এর টক্সিন মুক্ত রাখে গোলমরিচ
গোলমরিচের উপকারিতা ও এর ব্যবহার – গোল মরিচ বা Black Pepper এটি লতা জাতীয় উদ্ভিদ। গোলমরিচ হলো ভিটামিনের সবচেয়ে বড় উৎস। রান্নায় স্বাদ এবং ঘ্রান বাড়াতে গোলমরিচের কোন বিকল্প নেই। তবে এটি শুধু রান্নাতেই নয় চুল ও ত্বকের যত্নেও বেশ কার্যকর।গোলমরিচ প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল সমৃদ্ধ, যা ত্বকের ক্যান্সার প্রতিকার করে এবং স্ক্যাল্পকে টক্সিনমুক্ত রাখে। ত্বক ভালো রাখার জন্য কেবল বাইরে থেকে যত্ন নিলেই হবে না, খেতে হবে উপকারী সব খাবারও। গোল মরিচ সেসব খাবারের মধ্যে অন্যতম। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ত্বককে সুন্দর রাখতে কাজ করে গোল মরিচ। অর্গাজেনিকে পাবেন শতভাগ অর্গানিক “Black Pepper Powder”. আসুন জেনে নেই এর উপকারিতা।
উপকারিতাঃ
১। ব্রণ দূর করবে
২। বয়সের ছাপ দূর করবে
৩। ত্বকের কালো দাগ দূর করবে
৪। ত্বক উজ্জ্বল করবে
৫। ত্বকের রুক্ষতা দূর করবে।
ত্বকের যত্নে গোলমরিচঃ ভালো ত্বক পেতে চাইলে অবশ্যই যত্নের প্রয়োজন হয়। সেক্ষেত্রে গোলমরিচ বেশ উপকারি। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বককে ফ্রি-র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। ত্বকে ক্যান্সার কোষ বাড়তে দেয়না। ত্বকে বয়সের ছাপ হালকা করে। তবে গোলমরিচ ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ গোলমরিচের তীব্রতা সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি ঘটাতে পারে।
চুলের যত্নে গোলমরিচঃ গোলমরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, করোনয়েড, ফ্ল্যাভোনয়েড, ফলিক অ্যাসিড, পটাসিয়াম সহ বিভিন্ন পুষ্টিগুন। যা স্ক্যাল্পকে সুস্থ রাখে এবং স্ক্যাল্পে জমে থাকা খুশকি নিয়ন্ত্রন করে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের গোড়া শক্ত হয় । এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ স্ক্যাল্পকে ফাঙ্গাল্মুক্ত রাখে এবং চুলেকে বৃদ্ধি হতে সহায়তা করে।
গোলমরিচের ফেইসপ্যাকঃ ১/২ চা চামচ গোলমরিচ গুড়া, ১ চামচ টক দই, ১ চামচ মধু এবং কয়েক ফোটা নারিকেল তেল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের বলিরেখা হালকা করবে এবং ত্বককে ব্রনমুক্ত রাখবে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন।
গোলমরিচের হেয়ারপ্যাকঃ ২চামচ গোলমরিচ গুড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চামচ আমলকি পাউডার এবং পরিমাণমতো অলিভ অয়েল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্ক্যাল্পকে খুশকিমুক্ত করে। সপ্তাহে ২/৩ বার এই প্যাকটি ব্যবহার করুন।
➥ অর্ডার করতে অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন-
☎️ +8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Reviews
There are no reviews yet.