চুলের যত্নে বহেড়া : বহেড়ার অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুন স্ক্যাল্পকে খুশকি মুক্ত রাখে এবং ময়শ্চারাইজ করে। এতে আছে প্রচুর ভিটামিন ও খনিজ যা চুলের ফলিকলে পুষ্টি যোগায়, চুলের গোড়া শক্ত রাখে এবং চুল পড়া প্রতিরোধ করে। এতে চুল দ্বিগুণ হারে বৃদ্ধি হয়।
ত্বকের যত্নে বহেড়াঃ এটি শুধু চুলের যত্নেই নয়, ত্বকের যত্নেও বেশ কার্যকারি। প্রাকৃতিক ক্লিঞ্জার হিসেবে এটি দুর্দান্ত কাজ করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ত্বককে ভেতর থেকে ডীপক্লিঞ্জ করে জমে থাকা মৃত কোষকে দূর করে। ত্বককে করে তোলে মসৃণ ও উজ্জ্বল।
বহেড়ার হেয়ার প্যাক: ২ টেবিল চামচ বহেড়া গুঁড়ো, ১ টেবিল চামচ আমলকী গুঁড়ো, ২ টেবিল চামচ মেথি গুঁড়ো, ২ টেবিল চামচ টক দই এবং প্রয়োজন মতো পানি নিন। এবার সব উপকরণ মিশিয়ে পেস্ট বানান।পুরো চুল ও মাথার ত্বকে লাগান। ৩০-৪৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।এটি খুশকি কমায়, চুল মজবুত করে ও নরম রাখে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।
বহেড়ার ফেস প্যাক: ২ টেবিল চামচ বহেড়া গুঁড়ো, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ গোলাপ জল নিন। এবার সব উপকরণ মিশিয়ে পেস্ট বানান।মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন।শুকানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি ত্বক উজ্জ্বল ও মসৃণ করে, ব্রণ কমায়। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
Reviews
There are no reviews yet.