Potato Powder

 210

Purchase & earn 4 points!
Potato Powder

 210

Categories: , ,

প্রাকৃতিক ব্লিচ আলু দিয়ে ত্বক পরিচর্যায়, হয়ে উঠুন আরো সুন্দর

ভুট্টা, গম, এবং চালের পর পৃথিবীতে চতুর্থ অবস্থানে রয়েছে আলু। বিভিন্ন দেশে রুটি বা ভাতের বদলে আলু খাওয়ার প্রচলন রয়েছে। তবে বাঙালির দৈনিক খাবার তালিকায় ভাতের সাথে আলু থাকাটা আবশ্যিক। আলুতে আছে প্রচুর কার্বোহাইড্রেট,পটাশিয়াম,খনিজ লবন এবং ভিটামিন। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আলু খাওয়া উচিত নয়। এতে ওজন বাড়ে এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুকি থাকে।

আলুতে রয়েছে ভিটামিন বি-১, বি-৩, বি-৬ ( ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে ) , সি (কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে ) এবং পটাসিয়াম ( ত্বকে পানি সরবরাহ নিশ্চিত করে এবং ত্বক ময়েশ্চারাইজ করে ) আয়রন, ম্যাগনেসিয়াম ( ত্বকের দাগ দূর করে মসৃণ রাখতে সাহায্য করে ) এবং ফসফরাসের মতো খনিজ স্বাস্থ্যকর উপাদান রয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে আলুর একটি প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে, এখন এটি কীভাবে আমাদের ত্বকের উপকার করে চলুন তা দেখা যাক : আলুতে প্রচুর পরিমাণ এন্টি-অক্সিডেন্ট থাকায় এটি দূষণ এবং সূর্যের এক্সপোজারের পরিবেশগত ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে ।

শুধু খাওয়া নয়, রূপচর্চাতেও আলুর রয়েছে খুব কদর। আলুতে প্রচুর পরিমাণে প্রোট্রিন, ভিটামিন এবং মিনারেল থাকায় ত্বকের যত্নে এবং ত্বকের জৌলুসতা বাড়াতে এই আলু হতে পারে অপরিহার্য উপাদান। ত্বকের ব্রণ থেকে শুরু করে ব্ল্যাক হেডস পর্যন্ত সবকিছু দূর হবে এই আলু দিয়ে। ভিটামিন সি, ভিটামিন বি-এর অন্যতম উৎস হলো আলু।
অর্গাজেনিকে রয়েছে শতভাগ অর্গানিক “Potato Powder”, তাহলে জেনে নিন আলু বা Potato এর উপকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কে।

উপকারিতা ও ব্যবহারবিধিঃ 
১। ত্বকের বলিরেখা দূর করতে আলুর জুড়ি নেই। আলু পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক থাকবে টানটান।
২। ডার্ক সার্কেল দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে শসার রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চোখের আশেপাশের ত্বকে।
৩। আলুর টুকরা করে তা ত্বকে আলতোভাবে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪। দাগ দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
৫। টমেটোর রসের সঙ্গে লেবু ও আলুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে দূর হবে রোদে পোড়া দাগ।

ত্বকের যত্নে আলুঃ আলুকে বলা হয় প্রাকৃতিক ব্লিচ। আলুর ক্যাটেকোলেজ উপাদান ত্বকে পড়া সানট্যান রিমুভ করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এটি ভিটামিন,খনিজ ও এনজাইম সমৃদ্ধ হওয়ায় ত্বকের পিগমেন্টেশন হালকা করে এবং ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট ফর্মুলা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে করে মসৃণ। তবে সংবেদনশীল ত্বকে সরাসরি আলু ব্যবহার না করাই উওম। এতে চুলকানিসহ দেখা দিতে পারে ত্বকের নানা রকম প্রদাহ।

চুলের যত্নে আলুঃ চুলের আগাফাটাসহ বিভিন্ন জটিল সমস্যা সমাধানে আলুর রসের জুড়ি নেই। এতে আছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট যা স্ক্যাল্পের আদ্রতা বজায় রাখে। ভিটামিন-সি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল দ্রুত বৃদ্ধি হয়।

আলুর ফেইসপ্যাকঃ ২ টেবিল চামচ আলুর গুড়া,১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপ জল এবং ১ চিমটি হলুদ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই ফেইসপ্যাকটি মুখে এবং গলায় সমানভাবে লাগান।১৫-২০ মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক উজ্জ্বল করে, সূর্যের পোড়া দাগ দূর করে, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২/৩দিন ব্যবহার করুন।

আলুর হেয়ারপ্যাকঃ ২টি মাঝারি সাইজের আলু, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান। ৩০-৪৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে শ্যাম্পু করে নিন। এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে, খুশকি ও শুষ্কতা দূর করে এবং চুলকে মসৃণ এবং উজ্জ্বল করে।ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২/৩দিন ব্যবহার করুন। 

➥ অর্ডার করতে অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন-
☎️ +8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Potato Powder”

This site uses cookies to offer you a better browsing experience. By browsing this website, you agree to our use of cookies.