পুদিনা পাতা ত্বকে ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
পুদিনা পাতা একটি ভেষজ উদ্ভিদ, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুদিনা ত্বকের যত্নের প্রসাধনী বা প্রয়োজনীয় পণ্যগুলির একটি চমৎকার উপাদান। ময়েশ্চারাইজার, ক্লিনজার, কন্ডিশনার, লিপ বাম , লোশন , এমনকি শ্যাম্পু তৈরির ক্ষেত্রে পুদিনা পাতা একটি মূল উপাদান। এতে থাকা মেন্থল সর্দি-কাশি দূর করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। রান্না বা সালাদে এটি স্বাদ ও সুগন্ধ বাড়ানোর পাশাপাশি ত্বক এবং চুলের যত্নেও বেশ কার্যকারী ভুমিকা পালন করে। পুদিনা পাতার শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চমৎকার ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আপনার ত্বকের যত্নের রুটিনে পুদিনা পাতা যোগ করার কিছু অজানা সুবিধা এখানে রয়েছে।
উপকারিতাঃ
১। ব্রণ দূর করবে
২। ত্বক উজ্জ্বল করবে
৩। স্পট দূর করবে
৪। ত্বকের র্যাশ দূর করবে
৫। ত্বকের জ্বালা-পোড়া কমাবে
৬। লোমকূপ পরিষ্কার হবে ও মৃত কোষ দূর করবে
৭। পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়,মুখের অরুচি ও গ্যাসের সমস্যা দুর করে
৮। মুখের দুর্গন্ধ দুর করতে পুদিনা পাতা বেশ ভালো কার্যকর।
৯I চুল পড়া, পাকা রোধ করে ও চুলের উকুন রোধ করে
ত্বকের যত্নে পুদিনা পাতাঃ পুদিনায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ব্রণ ও ত্বকের ছোপ ছোপ দাগ কমায়। এর স্যালিসিলিক এসিড তৈলাক্ত ত্বকে জমা ময়লা এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রন করে। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। ত্বকের পোরস এবং হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে।
চুলের যত্নে পুদিনা পাতাঃ চুলের যত্নে পুদিনা বেশ উপকারি। এতে থাকা মেন্থল চুলের গোড়া মজবুত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। পুদিনার ঠাণ্ডা গুণ চুলের খুশকি, উকুন ও চুলকানির সমস্যাও দূর করতে সহায়ক। এতে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো থাকে। চুল হয় উজ্জ্বল এবং মসৃন।
পুদিনার ফেসপ্যাকঃ ১/২ কাপ পুদিনা পাতা পিষে নিতে হবে। এর মধ্যে কয়েক ফোটা মধু এবং ১ চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্যাকটি ফেসে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল এবং মসৃন।
চুলের হেয়ারপ্যাকঃ ৩/৪ কাপ পুদিনা পাতা পিষে তাতে ১ টেবিল চামচ নারিকেল তেল এবং ১ চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০/৩০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে আরও মজবুত, উজ্জ্বল, আর খুশকিমুক্ত!
ব্যবহারবিধিঃ একটি বাটিতে প্রথমে ১ চামচ পাউডার নিয়ে সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পুরোমুখ নরমাল পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে প্যাকটি ব্যবহার করুন।
১৫-২০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩-৪ দিন রাতে ব্যবহার করুন।
➥ আপনার ত্বক অথবা চুলের যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্টদের পরামর্শ পেতে ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে-
+8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Reviews
There are no reviews yet.