চুলের সুপারফুড আমলা’তে চুল বাড়বে চোখের পলকে
আমলকীর ব্যবহার ও এর উপকারিতা – ভিটামিন এর একটি বড় উৎস হলো আমলকি। কমলার চেয়েও ৪ গুণ বেশি ভিটামিন-সি রয়েছে এই আমলকিতে। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা সহ ডায়াবেটিসের মতো জটিল সমস্যা সমাধানে সহায়ক।গবেষনায় আছে দৈনিক সকালে খালি পেটে ৪-৫ টা কাঁচা আমলকি খেলে হৃদরোগের ঝুকি কমে,মানসিক চাপ মুক্ত হয় এবং দেহ থেকে টক্সিন দূর হয়। এছাড়া অর্গাজেনিকের আমলকি গুড়া ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় বেশ কার্যকর।
আপনার ত্বকে উচ্চ পরিমাণে কোলাজেন উপাদান ত্বকের দৃঢ়তা এবং আপনার ত্বককে নরম দেখাতে সাহায্য করে। আমলা রসের নিয়মিত সেবন ভিটামিন সি এর মাত্রা বাড়ায় এবং আপনার ত্বকে কোলাজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি আপনার ত্বককে কোমল এবং তারুণ্য দেখাবে।
উপকারিতাঃ
১। চুলের গোড়া মজবুত করে
২। চুলের খুসকির সমস্যা দূর করে
৩।পাকা চুল প্রতিরোধ করে
৪। চুল পড়া রোধ করে
৫। চুল বৃদ্ধিতে সাহায্য করে
৬। চুলের টনিক হিসেবে কাজ করে
৭। চুলের ড্যামেজ রিপেয়ার করে
ত্বকের যত্নে আমলকিঃ আমলকিতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট,পটাশিয়াম, কার্বোহাইড্রেট ,ফাইবার, প্রোটিন এবং ভিটামিন। উচ্চ ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। ভিটামিন সি ত্বককে টানটান করে এবং ব্রনসহ ত্বকের বিভিন্ন প্রদাহ নিরাময় করে। নিয়মিত আমলকি পাউডার সেবন এবং ব্যবহার করলে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল।
চুলের যত্নে আমলকিঃ চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই। এই প্রাকৃতিক উপাদানের মধ্যে আমলকি অন্যতম। এর ফাইটো-নিউট্রিয়েন্ট ফর্মুলা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতে বেশ কার্যকর। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। নিয়মিত আমলকির রস ব্যবহার করলে চুল পাকার মতো সমস্যা থেকে পাওয়া যাবে চিরতরে মুক্তি।
আমলকির ফেইসপ্যাকঃ ২ টেবিল চামচ আমলকি গুঁড়া ,১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ মুলতানি মাটি এবং কয়েক ফোটা গোলাপজল একসাথে মিশিয়ে পেস্ট করে নিন। এই ফেইসপ্যাকটি মুখে এবং গলায় সমানভাবে লাগান।১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক উজ্জ্বল করে, দাগ ও ব্রণ দূর করে, ত্বকের প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে এবং ত্বক মসৃণ ও কোমল করে।
আমলকির হেয়ারপ্যাকঃ ২ টেবিল চামচ আমলকি গুঁড়া, ২ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ নারকেল তেল এবং সামান্য পানি একসাথে মিশিয়ে পেস্ট করে নিন।এই প্যাকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত সমানভাবে লাগান। ৩০-৪৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য একদিন পর শ্যাম্পু করুন। এই প্যাকটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে,চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
ব্যবহারবিধিঃ একটি বাটিতে প্রথমে ৮ চা চামচ পরিমান পাউডার নিয়ে একটি ডিম এর সাদা অংশ / অলিভ অয়েল / নারিকেল তেল এবং পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। হেয়ার প্যাকটি ভালোভাবে মাথায় এবং সম্পূর্ণ চুল এ ভালোভাবে মাখিয়ে নিন ,তার পর ৪০-৪৫ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন ।
এভাবে সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন ।
➥ অর্ডার করতে অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন-
☎️ +8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Reviews
There are no reviews yet.