ত্বক ও চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে হরিতকী
হরিতকীর উপকারিতা ও এর ব্যবহার – ত্রিফলার বা হরিতকী স্বাদ তেঁতো হলেও এটি বিভিন্ন রোগ প্রতিরোধ সহ ত্বকের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরিতকী অ্যান্টি-ব্যাকটরিয়াল ও অ্যান্টি- ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ যা ত্বককে ফ্রি-র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। কোলেস্টেরল, প্রসার ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও হরিতকী গুড়া খুবই উপকারী এ ছাড়া হরিতকী গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। দাঁতে ব্যথা, গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকী পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে ব্যথা দূর হয়।
উপকারিতাঃ
১ ত্বকের টক্সিন দূর করে
২ ত্বকের বলি রেখা দূর করে
৩ ব্রণ প্রতিরোধে করে
৪ ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায়
৫ চুলের খুশকি দূর করে
৬ চুল পড়া কমে এবং চুল গজাতে সাহায্য করে
৭ চুলের গোড়া মজবুত করে
ত্বকের যত্নে হরিতকীঃ হরিতকীতে রয়েছে ফ্রুটোজ, বিটা সাইটোস্টেবল এবং অ্যামাইনো অ্যাসিড যা ত্বকের বলি রেখা দূর করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। এটি তৈলাক্ত ত্বক এবং ব্রণ প্রতিরোধে বেশ কার্যকর। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে হরিতকী ফেইসপ্যাক ব্যবহার করা যায়। এছাড়া হরিতকী ত্বককে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে।
চুলের যত্নে হরিতকীঃ চুলের যত্নে হরিতকী বিশেষ ভুমিকা পালন করে । হরিতকীতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে বৃদ্ধি করে,খুশকি দূর করে এবং চুল মজবুত রাখতে সহায়তা করে। এটি চুল পড়া কমায় এবং চুলকে ঘন ও মসৃণ করে তোলে। হরিতকীতে আছে প্রচুর পরিমানে ট্যানিন যা চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে এবং চুলের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে। হরিতকী হেয়ারপ্যাক চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
হরিতকীর ফেইসপ্যাকঃ ২ টেবিল চামচ হরিতকী গুঁড়া, ১ টেবিল চামচ মধু এবং পর্যাপ্ত পরিমাণে গোলাপ জল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ব্রণ ও দাগ কমাতে সাহায্য করবে।
হরিতকীর হেয়ারপ্যাকঃ ২-৩ টেবিল চামচ হরিতকী গুঁড়া, ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দই , ১ টেবিল চামচ নারকেল তেল বা অলিভ অয়েল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ৩০-৪০ মিনিট রেখে দিন, যাতে উপাদানগুলো চুলে ভালোভাবে শোষিত হয়। এরপর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।এই হেয়ারপ্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে চুলের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে এবং চুল পড়া অনেকাংশে কমে যাবে।
➥ আপনার ত্বক অথবা চুলের যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্টদের পরামর্শ পেতে ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে-
+8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Reviews
There are no reviews yet.