ব্রণ এবং ব্রণের দাগ দূর করুন পার্মানেন্টলি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে!
ব্রণ কী এবং কেন হয়? – আমাদের ত্বকের অন্যতম প্রধান সমস্যা ব্রণ। শতকরা ৮৫% টিনেজার ব্রণের সমস্যার ভুগে থাকেন কিন্তু তারা জানেন না, ত্বকে ব্রণ ওঠার মূল কারণ। ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের একধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে ওঠে, যা ব্রণ নামে পরিচিত। জিনগত ও হরমোনজনিত সমস্যা, মানসিক চাপ, তৈলাক্ত প্রসাধনীর ব্যবহার বা ধূমপান, অ্যালকোহল গ্রহণ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি ব্রণ সৃষ্টির অন্যতম প্রধান কারণ।
অর্গাজেনিকে রয়েছে ব্রণ থেকে মুক্তির একমাত্র গ্যারান্টেড সমাধান “Rosacea” Miracle Organic Solution For Acne – যা নিম, তুলসী, মুলতানি মাটি, অ্যালোভেরা, কস্তুরি হলুদ, দারুচিনি, আলু, জায়ফল, যষ্টিমধু সহ নানা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
উপকারিতা:
১। ব্রণ দূর করে,
২। ব্রণের দাগ দূর করে,
৩। ওপেন পোরস মিনিমাইজ করে,
৪। ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করে,
৫। ব্রণের ফোলা ভাব দূর করে,
৬। ব্রণের ব্যাকটেরিয়া দূর করে।
ত্বকের যত্নে কস্তুরি হলুদ:- কস্তুরি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের ব্রণ, ডার্ক সার্কেল ও ট্যান দূর করতে বিশেষ ভূমিকা পালন করে, এছাড়াও নিয়মিত কস্তুরি হলুদের ফেসপ্যাক ব্যবহারে ত্বকের ছোপ-ছোপ দাগ দূর হয়, ফলে ত্বক হয় দ্বিগুণ উজ্জ্বল ও প্রাণবন্ত।
ত্বকের যত্নে জায়ফল:- জায়ফল একটি প্রাকৃতিক স্ক্রাব উপাদান যা ত্বকের পুরানো কোষগুলিকে নির্মূল করে মুখের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া এটি অ্যান্টি-ব্রণ অর্থাৎ ব্রণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্বকের যত্নে নিম পাতা:- নিমপাতার ক্লিনজার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ব্রণ ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে বেশ কার্যকরী। এছাড়া ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে এবং লোমকূপে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতেও সাহায্য করে এই নিম পাতা।
ত্বকের যত্নে অ্যালোভেরা:- শুষ্ক ও রুক্ষ ত্বকের হাইড্রেশন ইম্প্রুভ করতে অ্যালোভেরা বিশেষ ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিনগুলির মধ্যে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি, যা ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে নমনীয় ও নরম রাখে।
ত্বকের যত্নে মুলতানি মাটি:- অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ মুলতানি মাটি ত্বকের উপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া মুলতানি মাটির ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর হয় ফলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বকের যত্নে আলু:- আলুতে থাকা ভিটামিন ত্বকে বয়সের ছাপ দূর করতে সর্বাধিক ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত আলুর ফেসপ্যাক ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর লাগে, সাথে ব্রণ ও এর দাগ সারাতে বেশ ভালো কাজ করে।
ত্বকের যত্নে তুলসী:- তুলসি পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি নামক বিশেষ গুনাগুন যা ত্বকের ব্রণ, ব্রণের দাগ, লালচে ভাব, ব্রণের ব্যথা কমাতে দারুণ কার্যকর।
Rosacea এর ব্যবহার বিধি:- একটি বাটিতে ১ চা চামচ পাউডার নিয়ে পরিমাণ মতো পানি/গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ ভালোভাবে পরিষ্কার করে ত্বক হালকা ভেজা অবস্থায় পেস্টটি পুরো মুখে ব্যবহার করুন । ১৫-২০ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন ঘুমানোর আগে।
➥ আপনার ত্বক অথবা চুলের যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্টদের পরামর্শ পেতে ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে-
+8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
Reviews
There are no reviews yet.